সিলেটে আরও ৭২ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ২৯ জুলাই সিলেটের দুই ল্যাবে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭ হাজার ৭৩৬ জন করোনায় আক্রান্ত হলেন।
তবে এর মধ্যে ৩ হাজার ২৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ বিভাগে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ৪ হাজার ৪৫২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫০ করোনা শনাক্ত হয়।
নমুনা বেশি পরীক্ষা হওয়ার পরও পজিটিভ কম শনাক্ত হওয়ার এমন ঘটনা এই প্রথম ঘটল ওসমানীর ল্যাবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলার ১৪ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ৭ জন রয়েছেন। এদিকে, একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবিপ্রবির ল্যাবে বুধবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ২৪ এবং হবিগঞ্জ জেলার ১৩ জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে সিলেটে ৪ হাজার ১৪৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৮জন, হবিগঞ্জে ১ হাজার ১৫২ জন ও মৌলভীবাজার জেলায় ৯৭০ জন করোনা রোগী রয়েছেন।
এখন পর্যন্ত এ বিভাগে করোনায় মারা গেছেন ১৪১ জন। এর মধ্যে সিলেটে ১০৪, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জ ১০ ও মৌলভীবাজার জেলায় ১২ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮৪ জন।
ছামির মাহমুদ/এমআরএম