রাজশাহীতে করোনায় হোমিও চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ৩০ জুলাই ২০২০

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধিরাজ কুমার রায় (৭২) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধিরাজ কুমার রায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার বাসিন্দা। তিনি হোমিও চিকিৎসক ছিলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, হোমিও চিকিৎসক ধিরাজ কুমার রায় করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকারের জন্য স্বজনদের বলা হয়েছে।

রাজশাহীতে করোনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৫ জন। এদের মধ্যে এক হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।