রাজশাহী বিভাগে আরও ৪ জনের প্রাণ নিল করোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে রাজশাহী বিভাগে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) তাদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় দুইজন এবং রাজশাহী ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে ২৫৭ জনের প্রাণ নিল করোনা।

এর মধ্যে সর্বোচ্চ ১৫৩ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য জানান।

তিনি আরও জানান, এ পর্যন্ত রাজশাহী বিভাগে ১৭ হাজার ৮১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রোববার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে চার হাজার ৫৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, নওগাঁয় এক হাজার ১৪৩ জন, নাটোরে ৮৫৫, জয়পুরহাটে ৯৩৫, সিরাজগঞ্জে এক হাজার ৯৩৩ জন এবং পাবনায় এক হাজার ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে রোববার সুস্থ হয়েছেন ২৮৫ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা জয় করেছেন রাজশাহীর তিন হাজার ১৬১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪১ জন, নওগাঁর এক হাজার ১৭ জন, নাটোরের ৫৬২ জন, জয়পুরহাটের ২২৭ জন, বগুড়ার পাঁচ হাজার ৫৬২ জন, সিরাজগঞ্জের এক হাজার ৬৯ জন এবং পাবনার ৮৫৭ জন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।