ফরিদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ভোলা মাস্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

ফরিদপুর জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।

উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, বিএনপির প্রার্থী মো. সেলিম মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বতন্ত্র প্রার্থী সরকারি ইয়াছিন কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থী মো. সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করে জেলা নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা এবং ঋণ খেলাপির কারণে বিএনপি প্রার্থী মো. সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। এছাড়া রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আজিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

তিনি আরও বলেন, এখন একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকায় একমাত্র শামসুল হক ভোলা মাস্টার থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।