ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, আহত ৩


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ নভেম্বর ২০১৪

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তার মেয়ে তাসলিমা আক্তার (০৪), রিমা আক্তারের মা ফাতেমা আক্তার (৪০) ও নানী মাহমুদা বেগম (৬০) আহত হন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নানী মাহমুদা বেগম জানান, তারা থাকেন কুড়িল বিশ্বরোড কুরাটলী এলাকায়। তারা দুপুরে খাবার খেয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঐ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।