‘ফ্রিজে বিস্ফোরণে’ পুড়ে গেল কলোনির ৫৫ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ অক্টোবর ২০২০

গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনিতে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনির ৫৫টির মতো কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনির তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে থাকা একটি ফ্রিজের বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

jagonews24

এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন বলে জানান তিনি।

jagonews24

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, কলোনীটি টিনের বেড়া ও টিনের চাল দিয়ে নির্মিত। বিভিন্ন কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ সেখানে বসবাস করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্রিজ বিস্ফোরণের ঘটনা এখনও নিশ্চিত না।

বাড়ির মালিক আব্দুল মান্নান সরকার জানান, আগুনে তার কলোনির ৫৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।