বন্ধুদের নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১০ অক্টোবর ২০২০
গ্রেফতার সবুজ

গাজীপুরের সালনা এলাকায় এক কিশোরীকে (১৪) গণধর্ষণ মামলার প্রধান আসামি মূলহোতা গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ ওরফে সবুজ (২৮) শেরপুরের নালিতাবাড়ী থানার বরুড়াজানি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গ্যারেজ মিস্ত্রির কাজ করতেন।

শনিবার র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ১ অক্টোবর রাত ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনার স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে বাসায় ফেরার পথে অপহরণ করেন আরিফসহ তার বন্ধুরা। পরে আরিফের বন্ধু রাসেলের বাসায় হাত-পা, মুখ বেঁধে ছাত্রীকে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন; পরে ভিডিও ধারণ করেন।

পরে ছাত্রীর হাত-পা, রশি দিয়ে বেঁধে মুখে স্কচটেপ এবং গলায় ওড়না পেঁচিয়ে বক্সখাটের ভেতর আটকে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যান। টের পেয়ে পাশের বাসার ভাড়াটিয়ারা এগিয়ে এসে দেখে ভিকটিমকে উদ্ধার করে।

এরপর ছাত্রীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রো সদর থানায় গণধর্ষণ মামলা করেন।

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।