খুলনায় শিবিরের ঝটিকা মিছিল


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৬ নভেম্বর ২০১৪

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষদিন বৃহস্পতিবার খুলনায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

হরিণটানায় সকালে তারা ঝটিকা মিছিল করে। তবে নগরীর অন্য কোথাও হরতালের সমর্থনে কোনো পিকেটিং বা মিছিল দেখা যায়নি।

এদিকে, জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বড় বড় মার্কেট ছাড়া বেশিরভাগ দোকানপাট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে।

অপরদিকে, নগরীর প্রায় প্রতিটি মহল্লার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জামায়াত-শিবিরের কোনো তৎপরতা না থাকায় তারা অলস সময় কাটাচ্ছে।

আগের হরতালগুলোতে সড়কে ট্রাফিক পুলিশ দেখা না গেলেও এবারের হরতালে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।