রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:১০ এএম, ২৭ অক্টোবর ২০২০

রাজবাড়ীতে জিসান হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদুল আলম রাজুকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ জানান, একটি মারামারি মামলায় রাজুকে পুলিশ আটক করেছে পুলিশ।

কিন্তু ওই মারামারিতে রাজু ছিল না। এছাড়া ওই মারামারির আপসও হয়ে গেছে। কালকেই সে জামিন পাবে আশা করছি।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওমর শরীফ জানান, ২০১৭ সালের শহরের জিসান নামের যুবককে হত্যা চেষ্টা মামলায় রাজুর নামে ওয়ারেন্ট ছিল।

সেই ওয়ারেন্টের ভিত্তিতে রাজুকে ১নং বেড়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রুবেলুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।