বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ নভেম্বর ২০২০
নিহত রচনা রানী অধিকারী

বগুড়ায় রচনা রানী অধিকারী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রচনা নারী অধিকারী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের সোনাতলা সড়কের কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর সঙ্গে রচনা রানী অধিকারীর বিয়ে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রচনার স্বামী অনিক অধিকারী ও পরিবারের সদস্যরা দাবি করছেন- অজ্ঞাত কারণে রচনা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।