সাড়ে ১১ কেজি ভারতীয় রুপাসহ পাচারকারী ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২০

যশোরের শার্শায় ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, চোরাই পথে ভারত থেকে পণ্য আনা হয়েছে- এমন খবরে বাগআঁচড়া জিবলীতলা পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আলী হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।