নাশকতার পরিকল্পনাকালে শিবিরের সাত নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ নভেম্বর ২০২০

বগুড়ায় নাশকতার পরিকল্পনাকালে একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- শিবিরের সাথী আসাদুল আল গালিফ (২৪), শিবিরের সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬),শিবিরের সাথী জিয়া আলম (২৫), মালতিনগর উপশাখার মাদরাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী (২৬), শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), আব্দুল কুদ্দুস (২৫) ও ইউছুব আলী।

পুলিশ জানায়, মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সাতজনকে আটক করা হয়। পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই , ল্যাপটপ, কম্পিউটার, লাঠি ও মাথায় কেরোসিন তেল মেশানো কিছু লাঠি, দুটি চাপাতি ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদেরকে আটক করা হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।