শার্শায় ‘জরুরি ওষুধের’কাভার্ডভ্যানে ভারতীয় চন্দন কাঠ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১১ নভেম্বর ২০২০

যশোরের শার্শায় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান থেকে এক কোটি ৮১ লাখ টাকা মূল্যের ১০৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে চালানটি আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা ‘জরুরি ওষুধ সরবরাহকারী’ লেখা কাভার্ডভ্যানটি (ঢাকা-মেট্রো-অ-১৪-০৫৭৩) জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য এক কোটি ৮১ লাখ টাকা। এ বিষয়ে মামলা হয়েছে।

আটক চন্দন কাঠসহ কাভার্ডভ্যান বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।