শার্শায় ৩০ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১১ নভেম্বর ২০২০

যশোরের শার্শায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ মফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মফিজুর রহমান উপজেলার শিকারপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শার্শা-কাশিপুর সড়কের একঝালা নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এতে নেতৃত্ব দেন গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এজাজ রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম।

তিনি জানান, ভারত থেকে পাচার হয়ে এ মাদক দেশে আসছিল। গ্রেফতার মফিজ এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মো. জামাল হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।