সাত মামলায় আলোচিত নূর হোসেনকে আদালতে হাজির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১২ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন ধারায় দায়ের করা পৃথক ৭টি মামলায় আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও সন্ত্রাসীদের গডফাদার নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়।

এ আদালত পৃথক ২টি মামলায় ফৌজদারি ৩৪২ ধারার নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় নূর হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। পরে একটি মাদক মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। এভাবে পর্যায়ক্রমে ৭টি মামলার শুনানি গ্রহণ করা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক, চাঁদাবাজি ও অস্ত্র আইনের পৃথক ৭টি মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি মামলায় আদালত নূর হোসেনকে ফৌজদারি ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ করেন।’

তিনি আরও বলেন, নূরের বিরুদ্ধে দায়ের করা একটি মাদক মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি স্বাক্ষ্য দিয়েছেন। আরেকটি মাদক মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ৭টি মামলায় পর্যায়ক্রমে শুনানী শেষে আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, সকালে একটি প্রিজন ভ্যানে নূর হোসেনকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। এরপর আদালতের কার্যক্রম শেষে দুপুরে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

এসএস/এমকেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।