বাসার ছাদে অফিস খুলে লোক ঠকাচ্ছিলেন তিনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে সমাজসেবার নামে প্রতারণার অভিযোগে সাইদুজ্জামান নূর রাকিব নামে এক ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার দুইটি প্রতিষ্ঠানের অফিস সিলগালা করা হয়।

জানা যায়, আসামির বিরুদ্ধে দারিদ্র্য বিমোচন ও সমাজসেবার নামে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, শহরের জামতলা ধোপাপট্টি এলাকার ৭তলা ভবনের ৬তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। এছাড়া ওই বাড়ির ছাদ ভাড়া নিয়ে সেখানে নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর পোভার্টি এলিভিয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি নামে দুইটি ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের অফিস খোলেন।

তবে এই দুই প্রতিষ্ঠানের নামে সরকারি কোনো সংস্থার অনুমোদনের লাইসেন্স নেই। এমনকি এসএসসি পাস এই ব্যক্তি নিজেকে ‘দৈনিক মানবতার আলো’ এবং ‘নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড’ নামে দুইটি বাংলা ও ইংরেজি পত্রিকার সম্পাদক দাবি করলেও কোনো প্রমাণ পায়নি র‍্যাব।

সম্প্রতি তার বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ এলে র‍্যাব তদন্ত করে এর সত্যতা পায় এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। পরে তার অফিসে তল্লাশি করে নথিপত্র, বিভিন্ন ব্যাংকের ভূয়া চেক-রশিদের ফটোকপিসহ প্রতারণার সরঞ্জাম পায়।

এদিকে আটক রাকিবের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছে র‍্যাব।

এসকে শাওন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।