ফতুল্লায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কাউছার আহম্মেদ (২৮) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফতুল্লার লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউছার কুমিল্লার চান্দিনা থানার চান্দিনা মাদাইয়া গ্রামের আবুল কাশেমের পুত্র।

এর আগে বুধবার সকালে ফতুল্লার লামাপাড়ার একটি মাদরাসায় বিভিন্ন কৌশল অবলম্বন করে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে কাউছার। পরে শিশুটি তার বাবা মাকে ঘটনাটি বলার পর ওইদিন রাতে ফতুল্লা থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বুধবার সকালে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে একা পেয়ে বলাৎকার করে শিক্ষক কাউছার আহম্মেদ। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। সেই রাতে স্থানীয় লোকজন নিয়ে মাদরাসায় গিয়ে কর্তৃপক্ষকে অবগত করলে বিষয়টি নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসা করা হয়। তিনি বিষয়টি স্বীকার করেন জানান শয়তানের ধোঁকায় এমন কাজ করেছেন।

ওসি আরও জানান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তিনি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।