‘চরাঞ্চল হবে মহামিলন মেলাস্থল’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২০
দুর্গম নর্থ চ্যানেল ইউনিয়নের আটত্রিশ দাগ এলাকায় আলতাফ হোসেন রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিসি অতুল সরকার

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ফরিদপুরের চরাঞ্চল হবে জনতার মহামিলন মেলাস্থল। এখানে শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব থেকেও মানুষ আসবে। এ চরাঞ্চলেই হচ্ছে মুজিব কেল্লাসহ বহুবিধ দর্শনীয় স্থাপনা। শুধু এখানে দর্শনীয় স্থানই নয়, এখানে সর্বাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থাও হবে। কোন বিদেশি এখানে এলে রাত যাপনের জন্য তাকে আর সার্কিট হাউসে যেতে হবে না।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া চরাঞ্চলেও লেগেছে। এখন বাস্তবায়নও শুরু হয়েছে। অচিরেই চরাঞ্চলের নানামুখী উন্নয়ন দেখতে পাবেন সবাই।

বুধবার সদর উপজেলার দুর্গম নর্থ চ্যানেল ইউনিয়নের আটত্রিশ দাগ এলাকায় আলতাফ হোসেন রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোভারের আঞ্চলিক জয়েন্ট সেক্রেটারি ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রোভারের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, একেএম সেলিম চৌধুরী, আবুল খায়ের, মিজানুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, অধ্যাপক ফজলুল হক খান, অধ্যাপক শেখ মো. আবু জাফর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক।

স্থানীয় সূত্র জানায়, ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে প্রথম পর্যায়ের বরাদ্দ এসেছে। আগামী ডিসেম্বর নাগাদ নির্মাণকাজ শুরু হবে। স্থানীয় অধিবাসী সমাজসেবক আলতাফ হোসেনের সন্তানদের প্রাথমিকভাবে দুই একর বিদ্যালয়ের নামে দানকৃত জমির ওপর ভবন নির্মাণ হবে।

বি কে সিকদার সজল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।