মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি উদ্ধার করল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৭ নভেম্বর ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড়ের ঝোপঝাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

২৩ নভেম্বর গভীর রাতে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা অলঙ্কার ও মন্দিরের ক্যাশে থাকা নগদ আট হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতদের আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

মূর্তি উদ্ধারকারী বোয়ালমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকি মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বি কে সিকদার সজল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।