আ.লীগ প্রার্থী অমিতাভ বোসের নির্বাচনী জনসভায় এ কে আজাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২১ এএম, ০৫ ডিসেম্বর ২০২০

ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অমিতাভ বোসের নির্বাচনী জনসভায় তার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ। আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে শহরের সরকারি বৈরাগী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ কে আজাদ।

পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, শামীম হক, শহিদুল ইসলাম নিরু, শাহ আলম মুকুল, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা চলমান রয়েছে, সেটাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোসকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ফরিদপুর পৌরসভার উন্নয়ন নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে অমিতাভ বোসকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

বি কে সিকদার সজল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।