গাজীপুরে যুবলীগের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল নিজ হাতে রিকশা ও ভ্যান চালক, হকার, বাসের চালক-হেলপার, দিন মুজুরসহ সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম মণ্ডল, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হাবীব, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, নাহিদ মোড়লসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এমকেএইচ