ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল লাল রঙের ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্য নরসিংপুর এলাকার বাঁধন গার্মেন্টস সংলগ্ন একটি খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল নামে এক ব্যক্তির মালিকানাধীন প্লটে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। লাশের গলা, ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এলাকাবাসীর ধারণা, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘অজ্ঞাতনামা ওই কিশোরকে অন্য এলাকায় হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।’

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মো. শাহাদাত হোসেন/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।