৩ দিন পর ভেসে উঠল মাঝির লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর আবু হানিফা (৬০) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেস্বর) দুপুরে উপজেলার বিশনন্দী বাজারের মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফা নরসিংদীর মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তাআ (ওসি) ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফের নৌকা ভাড়া নিয়ে দুই লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার লাশ ভেসে উঠে।

তিনি আরও জানান, আবু হানিফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।