নৌকার প্রচারণায় কেন্দ্রীয় নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৫১ এএম, ১২ জানুয়ারি ২০২১

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে প্রচারণা ততই জমে উঠেছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রচারের জোয়ারে বোয়ালমারী শহর এখন হয়ে গেছে পোস্টার আর মাইকের নগরী।

পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে একের পর এক মাঠে আসছেন কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগমের পর প্রচারে নেমেছেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভির আকতার শিপার প্রমুখ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামের সামনে পৌর আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে। জনসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।

jagonews24

প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, নৌকার মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন।

অন্যদিকে নির্বাচন থেকে সরে না দাড়ালে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা (জগ প্রতীক)।

রোববার (১০ জানুয়ারি) রাতে স্টেশন রোডে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ প্রত্যাখান করে নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন বলেছেন, এটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ।

jagonews24

এদিকে সোমবার সকালে বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা রানী ধর, সুমন দাস, হালিমা খাতুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা এবিএম আজমল হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আ. শুকুর শেখ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. লিটন মৃধা।

বি কে সিকদার সজল/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।