পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল ও ওষুধ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২১

বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ওই ট্রাকটিকেও আটক করা হয়।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে ওই ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকে মাদক আসছে এমন গোপন খবরে স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে ডাব্লিউডিএ-৬৬০৩ ভারতীয় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি কাস্টমস হাউজে এনে তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

এ সময় ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জামাল হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।