সারাহ রিসোর্টে মদপানে মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবকাশ যাপনে গিয়ে মদপানের পর তিনজনের মৃত্যু ও ১৩ জন অসুস্থ হওয়ার ঘটনায় শ্রীপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ ফেব্রুয়ারি রাতে শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া বাদী হয়ে মামলা করেছেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ২৮ জানুয়ারি ঢাকার ফোরথট পিআর ও এশিয়া টেক্সফার্ম থেকে ৪০ জন লোক গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবুর চালা এলাকায় সারাহ্ রিসোর্টে বনভোজনে যান। পরে সারাহ্ রিসোর্টে অবস্থানকালে বাইরে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অবহেলাজনিতভাবে তাদের ভেজাল মদ ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংগ্রহ করে।

পরে তারা ওই খাবার ও মদ সেবন করে। রিসোর্টে অবস্থানকালে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের সেবা প্রদান করেন। পরে ৩০ জানুয়ারি দুপুরে বনভোজন শেষে ফরথট পিআর ও এশিয়া টেক্স ফার্ম-এর লন্ডন এক্সপ্রেস বাসযোগে রিসোর্ট থেকে সবাই একত্রে বের হয়ে যায়।

পথিমধ্যে তাদের মধ্যে ১২/১৩ জন মারত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শিহাব জহির নামের একজন মারা যান।

শিহাব জহির ছাড়াও অসুস্থদের মধ্য থেকে আরও দুইজন মারা যাওয়ার খবর জানা গেছে। তদন্ত ও জড়িতদের খুঁজে গ্রেফতার অভিযান চলছে।

মামলায় উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় অবহেলাজনিতভাবে মদপানে সহায়তা করায় বনভোজনের আসা লোকজনের কয়েকজন ঢাকায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

শিহাব খান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।