কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবি শিক্ষকদের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মকর্তারা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান। সভায় ১৪ ফেব্রুয়ারির পর স্কুল বন্ধের সময় না বাড়িয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি জানানো হয়।

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, হারুন অর রশিদ ফরাজী, শামীম আহমেদ, শওকত ওসমান সেলিম, রাশিদুল ইসলাম, আবু সাঈদ, আরিফুল ইসলাম, ফাইজ উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমরা দেশের নাগরিক, দেশে শিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে কাজ করি। কিন্তু করোনাকালের ১০ মাস স্কুল বন্ধ থাকায় আমরা কী অবস্থায় আছি, খেয়ে না খেয়ে জীবন যাপন করছি, কেউ আমাদের খোঁজ খবর নেয়নি।

সরকার বিভিন্ন সময় স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েও পুনরায় ছুটি বাড়িয়েছে। এতে আশাহত হয়েছে দেশের কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা। তাই আগামী ১৪ তারিখের পর বিদ্যালয়ের ছুটি না বাড়িয়ে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

শিহাব খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।