ট্রেনে কাটা পড়ে অন্ধ ভিক্ষুক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও জ্যাকেট ছিল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘বুধবার বিকেলে আড়িখোলা থেকে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।’   

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, দুপুরের দিকে ভৈরবগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় ওই দৃষ্টিপ্রতিবন্ধী রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তবে তার পরিচয় জানা যায়নি। তিনি আড়িখোলা রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় না পেলে বেওয়ারিস হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।’

আব্দুর রহমান আরমান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।