অবৈধ গ্যাস সংযোগ, আ.লীগ নেতাকে ১ লাখ টাকা অর্থদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আবুল খায়ের নামের এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

দণ্ডিত আবুল খায়ের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক (বর্তমানে সদস্য) ও গাজীপুর জেলা পরিষদের সদস্য ।

jagonews24

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলার শ্রীপুর উপজেলার কেওয়া ফখরুদ্দিন মোড় এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কেওয়া এলাকার আবুল খায়েরের টিনশেড কয়েকটি বাসায় এবং তার ৬ তলাবিশিষ্ট একটি বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে অবৈধ গ্যাস ব্যবহার করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি অবৈধ গ্যাসের লাইন থাকার কথা স্বীকার করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন সপ্তাহ কারাদণ্ড দেন। তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা প্রদান করায় তাকে ছেড়ে দেয়া হয়।

jagonews24

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম, উপব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী জাবের নূরানী ও ফয়সাল আহমেদ প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিহাব খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।