রোহান হত্যার ঘটনায় মামলা, টিকটক হৃদয়কে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:২৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১
নিহত রোহানুর ইসলাম রোহান। ছবি : সংগৃহীত

সাভারের প্রেমিকাকে উত্যক্তের প্রতিবাদ করার জেরে বন্ধুদের ছুরিকাঘাতে রোহানুর ইসলাম রোহান (১৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আজ (রোববার) রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান মামলা দায়ের করেছেন।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের অন্যতম টিকটক হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।’

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার মুড়িমটকা রেস্তোরাঁর সামেন রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে টিকটক হৃদয়সহ আরও কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।

আল-মামুন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।