বেনাপোল স্টাফ এসোসিয়েশনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কার্গো শাখা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্টস স্টাফ এসোসিয়েশনের বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কার্গো শাখা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেনাপোল বলফিন্ড মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মো. শামছুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা।

খেলায় সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের শুল্কায়ন, ব্যাংক, ডেলিভারি ও কার্গো শাখা অংশ নেয়। প্রথম রাউন্ডে শুল্কায়ন ও ডেলিভারি এবং ব্যাংক ও কার্গো পরস্পরের মুখোমুখি হয়। রাউন্ডের প্রথম খেলায় ডেলিভারি শাখাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় শুল্কায়ন শাখা। অন্য খেলায় ব্যাংক শাখাকে হারিয়ে ফাইনালে ওঠে কার্গো শাখা।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে কার্গো শাখা ১৩২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুল্কায়ন শাখা ১১২ রানে অলআউট হয়ে যায়। ২০ রানের জয় পায় কার্গো শাখা।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কার্গো শাখার শামীম হোসেন।

মো. জামাল হোসেন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।