ফাঁকা বাড়িতে আগুনে পুড়ল ১৮ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে গেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাসায় কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুনে টিনশেডের ওই বাসার ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।