কালীগঞ্জে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কেএম জহিরুল ইসলাম, গাজীপুর ব্যাটিলিয়ন-৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইমরান, র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

jagonews24

এ ছাড়াও অন্যদের মধ্যে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক, উপজেলা নির্বাচন ও কালীগঞ্জ পৌর নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর, টঙ্গীর নির্বাচন কর্মকতা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পৌর নির্বাচনে অংশ নেয়া চার মেয়র, ৩৩ সাধারণ কাউন্সিলর, ১০ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩১৯ জন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।