সবজি ক্ষেতে মিলল পাঁচটি মর্টারশেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে একটি সবজি ক্ষেত থেকে পাঁচটি মর্টারশেলসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত ওসমান বলেন, ‘স্থানীয় সানাউল্লাহ মণ্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় মর্টারশেলগুলো দেখতে পায়। পরে পুলিশ সেগুলো থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, ‘মর্টারশেলগুলোতে মরিচা পড়েছে। এগুলোর সঙ্গে কিছু ভাঙা যন্ত্রাংশও পাওয়া গেছে।‘  

এ ব্যাপারে জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘মর্টারশেলের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছি। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ‘শরিফপুর এলাকায় সর্বশেষ ১৪ ডিসেম্বর দানা মালেকের বাড়ির মাঠে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেদিন হানাদার বাহিনীর ক্যাপ্টেন নঈমের ছোঁড়া গ্রেনেডে অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। সম্ভবত সেই যুদ্ধে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।