এক সপ্তাহ পর উদ্ধার অপহৃত স্কুলছাত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১১ মার্চ ২০২১
আটক অপহরণকারী দম্পতি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে গত এক সপ্তাহ আগে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) বিকেলে যশোর আদালত চত্বর থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আকবার ও রুমা খাতুন নামের অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ মার্চ দুপুরে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ওই কিশোরীকে অপহরণ করেন আকবর ও রুমা। ওইদিনই ওই দম্পতিকে আসামি করে মামলা করেন অপহরণের শিকার স্কুলছাত্রীর বাবা। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার ও স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বিকেলে ভিকটিম ও আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।