ট্রেনে কাটা পড়ে পা হারালেন কলা ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২২ পিএম, ১২ মার্চ ২০২১

রাজবাড়ী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন রাজবাড়ীর কলা ব্যবসায়ী কেসমত আলী মণ্ডল (৬২)। শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টায় রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কেসমত আলী মণ্ডল রাজবাড়ী পৌর লক্ষীকোল এলাকার মৃত গাদু মণ্ডলের ছেলে এবং তিনি শহরের বড় বাজারের কলা ব্যবসায়ী।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ঢুকার পূর্বে এক ব্যাক্তির পা ট্রেনে কাটা পড়ে।

তিনি রেললাইনের ওপর দিয়ে হাটছিলেন। হঠাৎ ট্রেন দেখে দ্রুত লাইন ছেড়ে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেনে কাটা পড়ে পা হারানো ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।