অভয়নগরে আগ্নেয়াস্ত্র রামদাসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১২ মার্চ ২০২১

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিরপাশা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রামদাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে সিদ্দিরপাশা নাউলি আড়পাড়া থেকে তাদের আটক করা হয়। হত্যার হুমকি দেয়ার অভিযোগের সূত্র ধরে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নাউলী আড়পাড়া গ্রামের গফফার গাজীর ছেলে সুলতান গাজী (২৮) ও নাউলি উত্তরপাড়ার মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি। আটককৃতরা গত ৭ মার্চ রাতে অভয়নগরে ইউপি সদস্য নূর আলী শেখ হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

jagonews24

যশোর ডিবি পুলিশের ওসি সোমেন দাস শুক্রবার (১২ মার্চ) দুপুরে জানান, গত ৭ মার্চ রাতে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের ইউপি সদস্য নূর আলী শেখ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্তকালে তারা জানতে পারেন নূর আলী শেখের সহচর ফারুক খানকেও নুর আলী শেখের মতো হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

যে মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে তার সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সিদ্দিরপাশা নাউলী আড়পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জি নামে দুইজনকে আটক ও তাদের মোবাইল জব্দ করা হয়। তারা হুমকি দেয়ার কথা স্বীকার করেছে।

এরপর তাদের স্বীকারোক্তি মতে একটি দেশীয় শাটারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি সোমেন দাস আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য নূর আলী শেখ হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মিলন রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।