বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ আব্দুল জলিল (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার (১৪ মার্চ) সকালে বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল জলিল বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানি সদরের আমড়াখালী চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করেন। অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের এবি ইট ভাটার সামনে থেকে মোটরসাইকেলযোগে আসা একজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে।

তাকে আটকের পর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৩৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩১ লাখ ৪০ হাজার টাকা।

লে. কর্নেল সেলিম রেজা আরও জানান, ভারতে পাচারের উদ্দেশে ওই স্বর্ণের বার সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

মিলন রহমান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।