প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৪ মার্চ ২০২১
ফাইল ছবি

যশোরের চৌগাছায় প্রবাসীর স্ত্রী হাসু খাতুনের (২৫) রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) উপজেলার চাকলা গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাসু খাতুনের স্বামী আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তিনি সম্প্রতি দুবাই থেকে বাড়িতে ফিরেছেন।

নিহত গৃহবধূর বাবা মোহাম্মদ উল্লাহ জানান, ১০ বছর আগে একই গ্রামের দুবাই প্রবাসী আলাউদ্দিনের সঙ্গে হাসু খাতুনের বিয়ে হয়। ১০ থেকে ১২ দিন আগে আলাউদ্দিন দেশে ফিরেছে। আমি বিপদে পড়ে জামাইয়ের কাছে এক লাখ ৪০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেছিলাম। শনিবার (১৩ মার্চ) আমার বাড়িতে বেড়াতে এসে জামাই দুই লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে পারবো না জানিয়ে বলি জমি অন্য কোথাও বিক্রি করে দাও। পরে সে রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। সকালে আমার মেয়ের মৃত্যুর সংবাদ পাই। সেখানে গিয়ে দেখি তার হাত-পায়ের রগ কাটা, গায়ে খেজুরের কাটা ফোটানো। মেয়েকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘ভিকটিমের হাতে ক্ষতচিহ্ন রয়েছে। তবে এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি এখনি বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

মিলন রহমান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।