২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩১ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থেকে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মিরু হোসেন (৩৬), মো. সেলিম (৪০), মো. লাদেন (২০) ও মো. নেজাম (২০)।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

gaja

এতে বলা হয়েছে, বুধবার (৩১ মার্চ) সকাল ৯টায় সোনারগাঁওয়ের মোগড়াপাড়া থেকে একটি পণ্য বোঝাই ট্রাক তল্লাশি করে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ সেলিম, লাদেন ও নেজামকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

অন্যদিকে মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে ১৩ কেজি গাঁজাসহ মিরু হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এস কে শাওন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।