রংপুরে মাস্ক না পরায় সাড়ে চার হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০১ এপ্রিল ২০২১

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় মাস্ক না পরায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর বিভিন্ন স্থানে অভিযানের সময় স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

jagonews24

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযানে র‌্যাব-১৩ এর সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, বিকেলে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, বেতপট্টি মোড় ও সিটি বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। এছাড়া মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জীতু কবীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।