দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে নগদ ২ লাখ ৭ হাজার টাকা ও ৩০০ গ্রাম হোরোইনসহ তুহিন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তুহিন মোল্লা পোড়াভিটা এলাকার বাসিন্দা ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক ব্যবসায়ী তুহিন মোল্লার বসতঘর থেকে ৩০০ গ্রাম হেরোইন ও তার ড্রয়ার থেকে নগদ ২ লাখ ৭ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজবাড়ীর সহকারী পরিচালক তানভীর হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এসজে