সস্ত্রীক করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন পাটমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং তার স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তারা টিকা নেন।

গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতিও।

টিকা নেয়ার পর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ, আপনারা গুজবে কান দেবেন না। সবাই নিজ নিজ ঠিকানায় টিকা গ্রহণ করবেন। আমি টিকা নিয়েছি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশকে করোনা মুক্ত করতে সবাই সহযোগিতা করুন।’

মীর আব্দুল আলীম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।