শেখ হাসিনার সরকার বারবার দরকার : পানিসম্পদ উপমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২১

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সড়কসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। তাই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে থামানো যাবে না। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই বিশ্ব নেতারা মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

jagonews24

সোমবার পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুই কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, এক কোটি ৫৮ লাখ ১৩ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৬০ লাখ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিস ভবন ও এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে আনাখন্ড বেইলি ব্রিজ থেকে ভেনপা পর্যন্ত সড়ক মেরামতের শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভায় মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।