সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) ও আব্দুল মোতালেব (৩০)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ ব্যাপারে দায়িত্বে কোনো অবহেলা আছে কি-না তা আমরা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

এস কে শাওন/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।