হাঁটু পানিতে নেমে কৃষকের ধান কাটলেন ছাত্রদলের নেতাকর্মীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁটু পানিতে নেমে কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নলছাটা এলাকায় ছাত্রদল নেতারা কৃষক জাহেদ আলীর ধান কেটে দেন। ধান কাটার নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমান।

jagonews24

কৃষক জাহেদ আলী জানান, ধান কাটার শ্রমিক খুঁজে পাচ্ছিলাম না। এমতাস্থায় খবর পেয়ে বিনা পারিশ্রমিকে ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ জানান, কেউ যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন তাহলে আমাদের জানাবেন। আমরা ধান কেটে ঘরে তুলে দেব।

এসময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, আরিফ হাসান, রাকিবুল ইসলাম মেহেদি, সরকারি মুড়াপাড়া কলেজের সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. সজিব, সদস্য কামরুল হাসান পাপ্পু, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজওয়ান সাইদ প্রমুখ।

মীর আব্দুল আলীম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।