পৌরসভায় ঢুকে প্রকৌশলীকে পেটালেন কাউন্সিলরের ক্যাডাররা
যশোর পৌরসভার বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে পিটিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলমের ক্যাডাররা। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে পৌরসভায় ওই প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
প্রহৃত প্রকৌশলীর নাম সাইফুজ্জামান তুহিন। তিনি পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পৌরসভায় ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।
যশোর পৌরসভা সূত্র জানায়, যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় বেশকিছু সড়ক বাতি নষ্ট হয়ে গেছে। পৌরসভার বিদ্যুৎ বিভাগ পর্যায়ক্রমে সেই বাতিগুলো মেরামত করছিল। ৫ নম্বর ওয়ার্ডের সড়ক বাতি মেরামত নিয়ে পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীদের হুমকি- ধমকি ও গালিগালাজ করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমের ক্যাডাররা। বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন তাদের বোঝানোর চেষ্টা করেন, মেরামত কাজ চলছে। পর্যায়ক্রমে দ্রুত সব মেরামত করা হবে। কিন্তু বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিনের কার্যালয়ে যান কাউন্সিলর রাজিবুল আলমের ক্যাডার বিপ্লবসহ আরও দু-তিনজন।
তারা প্রকৌশলী তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে মারপিট করেন। এসময় ওই দফতরে অবস্থান করা পৌরসভার কর্মীরা তাদের ঠেকাতে গেলে ক্যাডাররা তাদেরকে মারতে উদ্যত হন।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন বলেন, ‘রাজিবুল ভাইয়ের লোকদের বোঝানোর চেষ্টা করেছি, কর্মীদের হুমকি ধমকি-গালিগালাজ করার দরকার নেই। কোনো অভিযোগ থাকলে অফিশিয়ালি আমাকে জানাবেন। কিন্তু ক্ষুব্ধ হয়ে তারা আমার গায়ে হাত তুলেছে। অন্যদেরও মারতে তেড়ে গেছে।’
এ ঘটনার পরপরই এর প্রতিবাদে পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন পৌর কাউন্সিলর রাজিবুল আলম। এরপর পৌর কর্মচারীরা তাদের কর্মবিরতি তুলে নেন।
তবে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম দাবি করেন, তার কোনো কর্মী পৌরসভার কোনো কর্মচারী বা কর্মকর্তাকে মারধর করেননি। এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি।
মিলন রহমান/এসআর/এমকেএইচ