করোনায় মারা গেলেন শিল্পপতি নাজমুল হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১০ মে ২০২১

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন সিলেটের বহু পুরোনো ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইদ্রিস অ্যান্ড কোম্পানি’র স্বত্বাধিকারী ও শিল্পপতি মো. নাজমুল হোসেন (মাক্কু মিয়া) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি ও নগরের হাওয়াপাড়ার বাসিন্দা।

সোমবার (১০ মে) সকাল সোয়া ৭টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নাজমুল হোসেন।

মরহুমের জানাজা সোমবার বাদ আসর নগরের শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে ব্যবসায়ী মো. জাকির হোসেন।

এদিকে শিল্পপতি এবং বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি নাজমুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।