পুটখালী সীমান্তে পিস্তল-গুলি জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১১ মে ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হননি।

মঙ্গলবার (১১ মে) ভোরে সীমান্তবর্তী এলাকার অভয়বাস নামক স্থান থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাসে অপেক্ষা করছে সংবাদে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। জব্দকৃত অস্ত্রের চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান সুবেদার মিজানুর রহমান।

মো. জামাল হোসেন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।