নিজ ঘরে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৩ মে ২০২১
ফাইল ছবি

যশোরের চৌগাছায় নিজ ঘর থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাটি গ্রামে নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আহাদ আলী (৪৪) ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পরিবার জানায়, বুধবার (১২ মে) রাতে আহদ আলী একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভেতর থেকে দরজা লক করা ছিল। ভোরে ঘুম থেকে উঠতে দেরি হলে ছেলে-মেয়েরা ডাক দিতে থাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখে আহাদ আলীর বুকে ছুরি মারা এবং সারা শরীর রক্তাক্ত। বাবার মরদহে দেখে চিৎকার করলে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়।

যশোরের এএসপি বেলাল হুসাইন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কমকর্তা এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড ধরে নিয়েই তদন্ত শুরু হয়েছে।

মিলন রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।